বিশ্বব্যাপী গাজাবাসীদের সমর্থনে সরিষাবাড়ীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল
শিরোনাম
বিশ্বব্যাপী গাজাবাসীদের সমর্থনে সরিষাবাড়ীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর চলমান বর্বর হামলার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী আহুত হরতালের প্রতি সংহতি জানিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ সকাল ১০ ঘটিকায় সরিষাবাড়ী বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে হেফাজতের স্থানীয় নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “ইহুদি বাহিনীর দখলদারিত্ব, হামলা ও অবরোধে ফিলিস্তিনের নিরীহ জনগণ মানবেতর জীবন যাপন করছে। মুসলিম উম্মাহ হিসেবে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাই—এই গণহত্যা বন্ধে সোচ্চার হোন।”
বিক্ষোভ শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর