পোগলদিঘা ইউনিয়নে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করলেন জামায়াত ইসলামী নেতা অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল

সরিষাবাড়ী, জামালপুর (জামালপুর-৪): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২১শে মোড়, বয়ডা ও বামনজানি এলাকায় ব্যাপক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল।
তিনি এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তার দলের অবস্থান তুলে ধরেন।
গণসংযোগকালে তিনি বলেন,
জনগণের অধিকার প্রতিষ্ঠা, ইনসাফপূর্ণ সমাজ গঠন এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমরা শান্তি, সুবিচার ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছি।
সাথে ছিলেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, যুব ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এবং এলাকার শত শত সাধারণ জনগণ। জনগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং অনেকেই তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
স্থানীয়রা জানান, মাওলানা মো. আব্দুল আওয়াল একজন পরিচ্ছন্ন ব্যক্তি ও ইসলামী ভাবধারার জনবান্ধব নেতা। তার গণসংযোগে সাধারণ মানুষের মাঝে উৎসাহ ও আগ্রহ দেখা গেছে।
শেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং বলেন, জনগণ যদি সুযোগ দেয়, তাহলে ইনশাআল্লাহ আমি এলাকার সার্বিক উন্নয়ন ও ন্যায়ের পথে নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
