গোয়ালন্দে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ,কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান,প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে বলেন, ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস
যথাযোগ্য মর্যাদায় পালনে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।