এখন দলে ফেরার সুযোগ নেই ফাহামিদুলের: কাবরেরা

ইতালি থেকে গত ৯ মার্চ সৌদি আরবে বাংলাদেশ ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহামিদুল ইসলাম। এরপর একটা অনুশীলন ম্যাচও খেলেছেন। এরপরই ফিরে গেছেন ইতালিতে। ভারতের বিপক্ষে আগামী ২৫ মার্চের ম্যাচে কোচ হাভিয়ের কাবরেরার পরিকল্পনায় নেই তিনি।
ফাহামিদুলের ইতালি ফেরার খবরে উত্তপ্ত হয়ে ওঠে ক্রীড়াঙ্গন। দেশের ফুটবল সমর্থকরা ক্ষোভ উগড়ে দিতে থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাকে ভারত ম্যাচের দলে ফেরানোর দাবিতে টিম হোটেলের বাইরে ফুটবল–সমর্থকদের বিক্ষোভও হয়েছে। এমনকি আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এই ব্যাপারে কথা বলারও ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যদিও কোচ কাবরেরা আজ জানিয়ে দিয়েছেন, এখন আর ফাহামিদুলকে দলে ফেরানোর সুযোগ নেই। ফাহামিদুলকে নিয়ে প্রশ্ন করার পর আজ কাবরেরা স্পষ্ট করে বলেন, ‘না, এখন আর তার দলে ফেরার সুযোগ নেই।’
দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেও ফাহামিদুলকে ভবিষ্যতের জন্য দেখছেন কাবরেরা, ‘সে প্রতিভাবান ফুটবলার। আমি তাকে দলে নেওয়ার আগেও অনেক কিছু পর্যবেক্ষণ করেছি। আমি আবারও বলছি, তার আরও সময় প্রয়োজন। ভবিষ্যতে সে জাতীয় দলে খেলার যোগ্য।’
প্রসঙ্গত, আগামী ২৫ মার্চ মেঘালয়ের শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকালই শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন হামজা চৌধুরী-জামাল ভূইয়াঁরা। এর আগে আজ সন্ধ্যা সাতটায় বসুন্ধরার কিংস অ্যারেনায় অনুশীলন করবে বাংলাদেশ ফুটবল দল।
বাংলারসংবাদ\