অটোরিকশা থেকে লাফিয়ে রাস্তায় পড়ে কিশোরীর রক্ষা

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় অটোরিকশায় তুলে নিয়ে কিশোরী (১৬) ধর্ষনের চেষ্টা ঘটনা ঘটেছে। পরে মেয়েটি লাফ দিয়ে অটোরিকশা রিক্সা থেকে নেমে নিজেকে রক্ষা করে। আহত মেয়েটি সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কপাল ডান চোখ গাল ও হাত থেতলে গেছে। হাসপাতালে মেয়েটি জানায়, কিছু কাপড় ছোপর কেনার জন্য তারা তিন জন মিলে দিরাই পৌর শহরে আসে অন্য দুজনের কেনাকাটা শেষ হ ওয়ায় তারা আগেই চলেযায়। বিকেলে সাড়ে পাচটার দিকে মেয়েটি কেনাকাটা শেষে বাড়িতে যাওয়ার জন্যে দিরাই বাসষ্টেন্ডে গিয়ে সেখানে দাড়ানো থাকা অটোরিকশায় ওঠে। সেখানে তখন মানুষের ভিড় বেশি ছিল । এই সময় আরও দুই যুবক দুই দিকে উঠে পরে, এরপরই চালক অটোরিকশা চালিয়ে দেয়। কিছু দূরে যাওয়ার পর মেয়েটি দেখতে পায় তাকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে । তখন চালককে অটোরিকশা থামাতে বলে তখন দুই পাশে যুবক তার মুখ চেপে ধরে মুঠোফোন কেড়ে নেয়। তখন মেয়েটি তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এভাবে ধস্তাধস্তির এক পর্যায়ে অটোরিকশা টি দিরাই স ড়কের গনিগঞ্ এলাকায় আসে। এই সময় জোরে ধাক্কা দিয়ে নিজেকে কোন রকম ছাড়িয়ে মেয়েটি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে রাস্তায় পরে যায়। পরবর্তীতে স্হানীয়রা মেয়েটিকে উদ্ধার করে পরিবার কে খবর দেন।এরপর মেয়েটিকে নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। রাত ১১ টায় হাসপাতালে ভর্তি করা হয় । মেয়েটির বাবা কৃষক মেয়েটি সপ্তম শ্রেণি পযর্ন্ত লেখা প ড়া করেছে। আরো বলেন সে সন্ধ্যায় বাড়ি ফিরেনি আমরা এনিয়ে চিন্তিত ছিলাম। রাতে আমার এক আত্মীয় ফোন দিয়ে তার আহত হ ওয়ার খবর জানায়। খবর শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।তিনি বলেন, আমি গরিব মানুষ বুঝতে পারছিনা কি করবো। এদিকে এই ঘটনার সাথে জ ড়িত অটোরিকশা চালক ইমন ও মিঠু মিয়া নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ । গ্রেপ্তারকৃতরা দিরাই উপজেলা রাজনগর ইউনিয়নের জকিনগর গ্রামের বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে পুলিশ কাজ করছে।