ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির পরিচিতি সভা

ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির পরিচিতি ও জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আয়োজনে সভায় সংস্থার আহবায়ক ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো: মনিরুজ্জামান, সদস্য একেএম হাসানুজ্জামান বিপ্লব, মো: কায়েস ইবনে আহমেদ (সবুজ), মো: সাব্বির হোসেন সুমন, মো: আসাদুজ্জামান শামিম প্রমুখ।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার ক্রীড়াঙ্গণকে শক্তিশালী ও নতুন আঙ্গিকে সাজানোর ব্যাপারে গুরুত্বপুর্ন আলোচনা করা হয়। এছাড়াও আগামী ১২ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস জাকজমকভাবে উদযাপনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে র্যালি, প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায়।
উল্লেখ্য যে, গত ২৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেয় গণপ্রাজতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ। পরবর্তিতে এডহক কমিটিতে আরও ২ জন সদস্য যোগ হয়ে ৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটি জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পালন করবে বলে জানা যায়।