নবীনগরে বৈশাখী মেলায় নানার বাড়ি বেড়াতে এসে ট্রাকচাপায় শিশু নিহত
শিরোনাম
নবীনগরে বৈশাখী মেলায় নানার বাড়ি বেড়াতে এসে ট্রাকচাপায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈশাখী মেলায় নানার বাড়ি বেড়াতে এসে নন্দিতা ঋষি (৬) নামের এক শিশু ট্রাকচাপায় নিহত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে পৌর এলাকার ভোলাচং কৃঞ্চমন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
নন্দিতা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কামারপাড়াস্থ ঋষিপাড়ার অমর ঋষির মেয়ে। সে মন্দির ভিত্তিক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
নিহতের বাবা অমর ঋষি জানান, শনিবার সে তার দিদির সঙ্গে বৈশাখী মেলা দেখতে ভোলাচং বেড়াতে আসে। সোমবার দিদির সঙ্গে মেলাতে যাওয়ার জন্য বের হলে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এলাকাবাসী ট্রাকটি আটক করলেও ড্রাইভার এবং হেলপার পালিয়ে গেছে।
এব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর