ট্রেনে নারীর হাতে ‘চড়’ খেয়ে নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ!

বলিউডের বাদশা তিনি। যার নাম শুনেই মুগ্ধতায় বুদ হয়ে থাকে গোটা দুনিয়া। কোটি কোটি অনুরাগী থেকে তারকা সহকর্মী, শাহরুখকে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। তবে সেই শাহরুখকেই কিনা ট্রেনে থাপ্পড় মেরে বসেন এক নারী! সেটাও সামান্য এক আসনের জন্য!
শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি।এই ঘটনাটি নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন কিং খান। তবে কেন এমনটা হয়েছিল? কী এমন করলেন শাহরুখ, যে এক নারী রাগে তাঁর গালে চড় বসিয়ে দিলেন?
ঘটনাটি ঘটেছিল শাহরুখ খানের প্রথম মুম্বাই যাত্রার সময়। তখন তিনি তারকা ছিলেন না। দিল্লি থেকে মুম্বাই যাওয়ার ট্রেনে উঠেছিলেন শাহরুখ।যথারীতি টিকিট কেটে নিজের নির্দিষ্ট সিটে বসেছিলেন। ট্রিপের সময় কেউ সাময়িকভাবে বসতে চাইলে শাহরুখ অনুমতি দিতেন, তবে নিজের আসন নিয়ে ছিলেন যথেষ্ট সচেতন। সমস্যা শুরু হয় ট্রেন যখন মুম্বাইয়ে প্রবেশ করে। তখনই বেশ কয়েকজন যাত্রী এসে শাহরুখের আসনে বসতে চান।
তাদের নম্রভাবে ফিরিয়ে দেন তিনি, কারণ তিনি নিজের সিটে বসেছিলেন।
কিন্তু বিপত্তি বাঁধে যখন এক নারী সেই আসনে বসতে চান। প্রথমে সৌজন্যবশত শাহরুখ তাকে বসতে দেন। কিন্তু যখন নারীর সঙ্গীও বসার চেষ্টা করেন, তখন তিনি আপত্তি জানান। শাহরুখ স্পষ্ট জানান যে এটি তার বুকিং করা সিট এবং তিনি সেটির জন্য টাকা দিয়েছেন।ঠিক তখনই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। কোনও কিছু বুঝে ওঠার আগেই সেই নারী শাহরুখ খানের গালে সপাটে চড় বসিয়ে দেন! কিং খান হতবাক হয়ে যান।
পরবর্তীতে তাকে বোঝানো হয়, ট্রেনটি যখন মুম্বাইয়ে ঢোকে তখন সেটি লোকাল ট্রেনে পরিণত হয়। সেই মুহূর্ত থেকে কোনও আসনই বুকিং করা থাকে না। ফাঁকা থাকলে যে কেউ বসতে পারেন। এই ঘটনার পর নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ।
পরবর্তীতে তারকা হয়ে নিজেই এই ঘটনা মজার ছলে শেয়ার করেছিলেন শাহরুখ খান। বলিউডের বাদশাহ হয়েও এমন ঘটনা যে তার জীবনে ঘটেছিল, তা শুনে অবাক হয়েছিলেন তার অনুরাগীরাও।