ভালুকায় পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

ময়মনসিংহের ভালুকায় ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫মার্চ) বিকেলে কাঠালী কানার মার্কেট সংলগ্ন মাঠে ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সদস্য জাফর আলী মৃধার সভাপতিত্বে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ন আহবায়ক শামস উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মজিবুর রহমান মজু, সদস্য সিরাজুল ইসলাম ঢালী, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান, স্বপণ বণিক, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএপির সদস্য আমান উল্লাহ তাজুন, বিএনপি নেতা মোঃ ফজলুল হক, ভালুকা পৌর যুবদল নেতা ইফরাত হোসেন (খান সোহাগ), পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুল আলম মোল্লা, ভালুকা পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য রুহুল আমিন সহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।