সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলাসহ কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ ধরা ও শিকার করা নিষিদ্ধ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি হারে ফোর্স নেয়ার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার একনেকে ১৩ হাজার ৫২৫ কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা স্থানীয় সরকার সংস্কার কমিশনের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক নেপালে স্বর্ণের খোঁজে বাংলাদেশ টেবিল টেনিস দল গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ই স রা ইলি বিমান হাম লা য় ২৫ জন নি হ ত হয়েছে প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

ভোলায় চুরির অভিযোগে যুবকের হাত-পা ভেঙে চোখ তুলে নেয়া হলো

নাজিম উদ্দিন ভোলা চরফ্যাশন
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
ভোলায় চুরির অভিযোগে যুবকের হাত-পা ভেঙে চোখ তুলে নেয়া হলো
ভোলায় চুরির অভিযোগে যুবকের হাত-পা ভেঙে চোখ তুলে নেয়া হলো

ভোলায় চু‌রির অভিযোগে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাত-পা ভে‌ঙে চোখ তু‌লে দেয়ার ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম, মো. শাহজাহান মি‌ন্টিজ। তিনি চরফ্যাশন উপ‌জেলার দ‌ক্ষিণ আইচা থানা এলাকার নজরুল নগর ইউনিয়‌নের আরকলমী গ্রামের ‌মো. ছিডু মিয়ার ছে‌লে।
গতকাল রোববার (২ মার্চ) সকালের দি‌কে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, শাহজাহান মি‌ন্টিজ একজন পেশাদার চোর। সে ক‌য়েকবার পু‌লি‌শের হা‌তে আটক হ‌য়ে‌ছে। জেল থে‌কে বের হ‌য়ে আবারও চু‌রি ক‌রে সে। তার বাবাও একজন চোর ছি‌লেন।
স্থানীয়দের ভাষ্য, বেশ কয়েকদিন ধরে চরফ্যাপশন উপজেলার নজরুল নগরসহ আশপা‌শের ক‌য়েক‌টি ইউনিয়‌নে একা‌ধিক চু‌রির ঘটনা ঘ‌টে। এ ঘটনায় শাহজাহান মি‌ন্টিজের উপর গ্রামবাসী ক্ষিপ্ত হয়। প‌রে গতকাল রোববার স্থানীয় গ্রামবাসী তা‌কে তার বা‌ড়ি‌তে দেখ‌তে পে‌য়ে ধাওয়া ক‌রলে সে দৌ‌ড়ে পালায়। পরে তার পিছু পিছু এলাকাবাসী ছুটে গিয়ে আটক করে প্রথমে ‘গণধোলাই’ দেয়। পরে তার চোখ তুলে নেয়। এরপর তাকে ওই এলাকার ফরাজী বা‌ড়ির পুকুর পাড়ে ফেলে চলে যায় তারা।  
স্থানীয় গ্রাম পু‌লিশ সোরহাব হো‌সে‌নের সহ‌যোগিতায় তার প‌রিবারের সদস্যরা উদ্ধার ক‌রে চরফ্যাশন হাসপাতা‌লে ভর্তি করলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।
দ‌ক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, আমি ঘটনা‌টি লোক মুখে শু‌নে ঘটনাস্থ‌লে পু‌লিশ পা‌ঠি‌য়ে‌ছি। প‌রে জান‌তে পারি শাহজাহান মি‌ন্টিজ না‌মে একজন‌কে চু‌রির অ‌ভি‌যো‌গে গ্রামবাসী গণ‌ধোলাই দি‌য়ে হাত পা ভে‌ঙে চোখ তু‌লে‌ছে। ত‌বে এখন পর্যন্ত কেউ থানায় অ‌ভি‌যোগ ক‌রে‌নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর