সারাদেশে ধর্ষণ ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে ভৈরবে শিক্ষার্থীদের মশাল মিছিল

সারাদেশে ধর্ষণ ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে ভৈরবে মশাল মিছিল এবং আলোচনা সভা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভৈরবের শিক্ষার্থীরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার সময় বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকা থেকে এই মশাল মিছিল শুরু হয়ে পৌর শহিদ মিনার এর সামনে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।‘
কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরিফুল হক জয় বলেন, ৫ আগস্টের পর থেকে প্রশাসনের প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। চলমান নারী শিশুদের উপরে সহিংসতা ও ধর্ষণগুলোর প্রতিবাদে এবং ভৈরবে চলমান ছিনতাই এর বিরুদ্ধে আজকের মশাল মিছিল হয়েছে। ভৈরব উপজেলায় ব্যাপক হারে বেড়েছে ছিনতাই। মানুষের গলার কাটা হয়ে দাড়িয়েছে ছিনতাইকারীরা। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সারা দেশের ধর্ষক আর ছিনতাইকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। এছাড়া আসামীরা যেন দ্রুত জামিন না পায় সেদিকে সকলকে সোচ্চার হতে হবে। ভৈরবের ছিনতাই প্রতিরোধ করতে সর্বস্তরের মানুষের সহযোগিতায় কামনা করেন তিনি। স্বৈরাচারের দোসরা এদেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যেতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর ঘরে বসে থাকবে না। যেখানে অন্যায় অবিচার সেখানেই আমাদের ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে।’
মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরিফুল হক জয়, যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান আলভি, অন্যতম সদস্য আলফাজ হোসাইন, ভৈরব ছাত্র আন্দোলন প্রতিনিধি, মোহাম্মদ কাইজার, আহমেদ রোহান, ইফতি শিকদার, রিসান কবির, মেহেদি ও সোহেল প্রমুখ।